ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশা চালক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশা চালক নিহত 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় দিগন্ত পরিবহনের একটি বাসের চাপায় মানিক মিয়া (৩০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এসময় অটোরিকশায় থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে  জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লুপাড়া গ্রামের হাদিস মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানান, রাতে পুনিয়াউট থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে রামরাইল ইউনিয়নের উলচাপাড়া যাচ্ছিল। পথিমধ্যে শহর বাইপাসের পুনিয়াউট গোল চত্বরে ওঠার পর উল্টোপথে দিগন্ত পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে এসে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক মানিক মিয়া নিহত হন। আহত হন তিনজন যাত্রী। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে। ভাঙচুর করা হয় ঘাতক বাসটি।  

ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করলে চালক পালিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad