ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রাফিক সপ্তাহের ষষ্ঠ দিনে সিলেটে ৩১৬ মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
ট্রাফিক সপ্তাহের ষষ্ঠ দিনে সিলেটে ৩১৬ মামলা গাড়ির কাগজপত্র চেক করছে পুলিশ, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে ট্রাফিক সপ্তাহের ষষ্ঠ দিনে ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ৩১৬টি মামলা দায়ের করেছে পুলিশ।

শুক্রবার (১০ আগস্ট) দিনভর নগরীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে এসব যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযানে ফিটনেসহীন যানবাহনের বিরুদ্ধে ১১৮টি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে ১৯৮টি মামলা দায়ের করা হয়েছে।
সিলেট ট্রাফিক বিভাগের পরিদর্শক হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, ষষ্ঠ দিনে ৩১৬টি মামলার বিপরীতে ১ লাখ ৮২ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কাগজপত্র না থাকায় ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ট্রাফিক সপ্তাহের ছয়দিনে ২ হাজার ২৬০টি মামলা দায়ের করা হয়েছে। কাগজপত্র না থাকায় জব্দ করা হয়েছে ৮৩ মোটরসাইকেল। জরিমানা করা হয়েছে মোট ১২ লাখ ৪৫ হাজার ৫শ’ টাকা। বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮ এনইউ/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।