ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংবাদিকতায় আগ্রহীদের নিয়ে কান্ট্রিনিউজের কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
সাংবাদিকতায় আগ্রহীদের নিয়ে কান্ট্রিনিউজের কর্মশালা

ঢাকা: সাংবাদিকতায় আগ্রহী ১০ জনকে নিয়ে প্রথম প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে অনলাইন নিউজপোর্টাল কান্ট্রিনিউজ।

শুক্রবার (১০ আগস্ট) সকালে রাজধানীর বাংলামোটরে কান্ট্রিনিউজের কার্যালয়ে এ কর্মসূচি শুরু হয়।

এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ইংরেজি দৈনিক দি ডেইলি সান’র নির্বাহী সম্পাদক শিহাবুর রহমান শিহাব,  অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের চিফ অব করেসপন্ডেটস সেরাজুল ইসলাম সিরাজ, আকিজ গ্রুপের মিডিয়া কনসালট্যান্ট (এবিএফএল) ও কান্ট্রিনিউজের সম্পাদক টুটুল রহমান এবং এক্সট্রা পিআর এর নির্বাহী পরিচালক জোবায়ের রুবেল।

 

আয়োজনের সহযোগী হিসেবে ছিল এক্সট্রা পিআর ও প্রকাশিতব্য সাপ্তাহিক অর্থনীতি আজকাল। পরে 
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন শিহাবুর রহমান।

এবার থেকে প্রতি মাসে সাংবাদিকতায় আগ্রহীদের নিয়ে একটি করে কর্মশালার আয়োজন করবে কান্ট্রিনিউজ। এছাড়া গণমাধ্যম নিয়ে গবেষণা, পেশার মানোন্নয়নে বিভিন্ন সেমিনার ও প্রকাশনা করবে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে একটি গবেষণামূলক প্রতিষ্ঠান করারও পরিকল্পনা রয়েছে কান্ট্রিনিউজের।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad