[x]
[x]
ঢাকা, রবিবার, ৬ কার্তিক ১৪২৫, ২১ অক্টোবর ২০১৮
bangla news

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-১০ ৫:৫৩:৪১ এএম
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের একজন। ছবি বাংলানিউজ

হাসপাতালে চিকিৎসাধীন আহতদের একজন। ছবি বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১০ আগস্ট) সকালে শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে একই গ্রামের রশিদ মোল্লা, সাহেব আলী, নজরুল ইসলাম, আলম হোসেন, শাহীন আলম, গোলাম রব্বানী ও সোহরাব বিশ্বাসের নাম জানা গেছে। আহতদের মধ্যে আটজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মিল্টন জোয়ার্দার ও নায়েব আলী জোয়ার্দারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। বুধবার মিল্টনের সমর্থক পলাশের ধানের জমির আইল ভেঙ্গে দেন নায়েবের সমর্থক আইয়ুব হোসেন। এ নিয়ে তখন উভয়পক্ষের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। 

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এসআই

ক্লিক করুন, আরো পড়ুন :   সংঘর্ষ ঝিনাইদহ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache