[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৮ কার্তিক ১৪২৫, ২৩ অক্টোবর ২০১৮
bangla news

নলডাঙ্গায় বাবাকে গলা টিপে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-১০ ৫:১১:২৫ এএম
নাটোর

নাটোর

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় জমি লিখে না দেওয়ায় বাবা আফসার আলীকে (৭০) গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছেন তারই ছেলে মোরশেদ (৩৫)।

শুক্রবার (১০ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার মাধনগর ইউনিয়নের ভট্রপাড়া গ্রামে এ ঘটানা ঘটে। নিহত আফসার আলী ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

নালডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার বাংলানিউজকে জানান, মোরশেদ তার বাবার কাছে তার নামে জমি লিখে দেওয়ার জন্য দাবি করেন। বাবা আফসার আলী জমি লিখে দিতে অস্বীকার করেন। এসয়ম কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে ছেলে তার বাবার গলা টিপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে আফসার আলীর মারা যান। এর আগেও কয়েকবার মোরশেদ তার বাবাকে মারধর করেছেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেন জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

এ ঘটনায় নিহতের মেয়ে আঁখি আরা বাদী হত্যা মামলা দায়েরে প্রস্তুতি নিচ্ছেন। তবে ঘাতক ছেলে মোরশেদ পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
জিপি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache