[x]
[x]
ঢাকা, বুধবার, ৮ কার্তিক ১৪২৫, ২৪ অক্টোবর ২০১৮
bangla news

জয়পুরহাটে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-১০ ৪:২৫:৩৮ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

জয়পুরহাট: নিখোঁজের একদিন পর জয়পুরহাটে মাহাতাব নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ আগস্ট) সকালে সদর উপজেলার কুজিশহর গ্রামের একটি বাগানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মাহাতাব সদর উপজেলার দোগাঁছী গ্রামের বাসিন্দা। তিনি জেলা প্রশাসনের নেজারত শাখার প্রসেস সার্ভেয়ার ছিলেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (০৯ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসনের ওই কর্মচারী চিঠিপত্র নিয়ে সদর উপজেলার খয়েরডারা গ্রামে যান। এরপর থেকে মাহাতাব নিখোঁজ থাকায় ওই রাতেই তার পরিবারের লোকজন সদর থানায় জিডি করেন। এরপর শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন :   মরদেহ উদ্ধার জয়পুরহাট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache