[x]
[x]
ঢাকা, শনিবার, ৪ কার্তিক ১৪২৫, ২০ অক্টোবর ২০১৮
bangla news

কুমিল্লা মেডিকেলের ৫ম তলা থেকে পড়ে নার্সের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-১০ ৩:১২:২২ এএম
কুমিল্লা মেডিকেলের ৫ম তলা থেকে পড়ে নার্সের মৃত্যু (প্রতীকী ছবি)

কুমিল্লা মেডিকেলের ৫ম তলা থেকে পড়ে নার্সের মৃত্যু (প্রতীকী ছবি)

কুমিল্লা: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বহুতল ভবন থেকে পড়ে আকরিমা খন্দকার (৪৮) নামে এক নার্সের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ আগস্ট) সকালে হাসপাতালের ডরমেটরি ভবনের ৫ম তলা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী।

নিহত আকরিমা কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা। তিনি ১৯৯০ সালে চাকরিতে যোগ দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে আকরিমা ওই ভবনের ৫ম তলায় উঠে সবজি বাগান পরিচর্যা করছিলেন। এসময় এক ভবনের ছাদ থেকে অন্য ভবনের ছাদে যাওয়ার জন্য পুরনো টিনের ওপর পা দেন। এসময় ওই টিন ভেঙে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
আরআর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache