[x]
[x]
ঢাকা, শনিবার, ৪ কার্তিক ১৪২৫, ২০ অক্টোবর ২০১৮
bangla news

বেনাপোলে দুই কেজি স্বর্ণসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-১০ ১:৩৬:৫৫ এএম
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হেফাজতে নারী ও পুরুষ। ছবি: বাংলানিউজ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হেফাজতে নারী ও পুরুষ। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় দুই কেজি স্বর্ণসহ দুইজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১০ আগস্ট) সকাল ১০টায় বেনাপোল সীমান্তের শিখড়ি বটতলা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের কাসেম আলীর স্ত্রী সফুরা বেগম (৬২) ও একই এলাকার ইব্রাহিমের ছেলে ইসরাফিল (২৬)। ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বাংলানিউজকে জানান, বেনাপোল সীমান্ত পথে স্বর্ণের একটি চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে সীমান্তের শিকড়ি বটতলা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান আরিফুল। বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮ এজেডএইচ/আরআইএস/
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache