ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

আদালতের কর্মচারীকে মারধরের ঘটনায় এসআই ক্লোজড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
আদালতের কর্মচারীকে মারধরের ঘটনায় এসআই ক্লোজড

বরিশাল: আদালতের কর্মচারীকে মারধর করার অভিযোগে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খালেকুল বাদশাকে ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ আগস্ট) তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক।

তিনি বাংলানিউজকে জানান, এসআইকে ক্লোজড করার পাশাপাশি অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার (৭ আগস্ট) দিনগত রাতে বরিশালের ফজলুল হক এভিনিউ এলাকায় মেসের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে আলাপচারিতা করছিলেন আদালতের কর্মচারী আসলাম খান।

কোতোয়ালি মডেল থানার এসআই খালেকুল বাদশার নেতৃত্বে একদল কনস্টেবল ওইরাতে তাকে (আসলাম খান) হেনেস্থা করার চেষ্টা করেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে আসলামাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।