ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৯০০ যাত্রীর জরিমানা 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৯০০ যাত্রীর জরিমানা  রেলের ফাইল ফটো

ঈশ্বরদী (পাবনা): বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে তিনটি যাত্রীবাহী ট্রেনে ৯০০ যাত্রীর জরিমানাসহ ভাড়া আদায় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৯ আগস্ট) সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন বিভিন্ন স্টেশনের ওপর দিয়ে ঢাকাগামী তিনটি আন্তঃনগর ট্রেনে যাত্রীরা কাছে টিকিট না কাটায় ভাড়াসহ জরিমানা আদায় করা হয়েছে।  

ঢাকাগামী আন্তঃনগর  সিল্কসিটি এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস এবং খুলনামুখী চিত্রা এক্সপ্রেস ট্রেনে টিকিট চেকিং অভিযান চালানো হয়। এ সময় বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ ১ লাখ ৫৩০ টাকা ও জরিমানা বাবদ ৫০ হাজার টাকা আদায় করা হয় বলে জানান রেলের ডিসিও আনোয়ার হোসেন।  

এ সময় পাকশী বিভাগীয় দপ্তরের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (জেটিআই) সাজেদুল ইসলাম বাবু, ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) আব্দুল আলিম বিশ্বাস মিঠু, বরকতউল্লাহ বরকত, শফিকুল ইসলাম, বিশ্বজিৎ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।