[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৮ কার্তিক ১৪২৫, ২৩ অক্টোবর ২০১৮
bangla news

বগুড়ায় অস্ত্রসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-০৯ ৫:৩৬:১১ পিএম
অস্ত্রসহ  আটক যুবক। ছবি: বাংলানিউজ

অস্ত্রসহ আটক যুবক। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়া শহর এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও ম্যাগজিনসহ আশিক (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবক শহরের নিশিন্দারা মধ্যপাড়ার নিলু শেখের ছেলে। বৃহস্পতিবার (০৯ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়।  
 
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বাংলানিউজকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় নিলু শেখের বাড়িতে অভিযান চালায়।
 
এসময় নিলু শেখের ছেলে আশিকের হেফাজতে থাকা দু’টি পিস্তল ও দু’টি ম্যাগজিন উদ্ধার করা হয়। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এমবিএইচ/এমএ 

ক্লিক করুন, আরো পড়ুন :   বগুড়া
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache