ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শার্শায় ৭২ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
শার্শায় ৭২ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক স্বর্ণসহ আটক পাচারকারী। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের শার্শায় সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৭২কেজি ৭০০ গ্রাম ওজনের ৬২৪টি সোনার বারসহ মহিউদ্দিন (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বৃহস্পতিবার (০৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শার্শার শিকারপুর সীমান্তের ২৯ নাম্বার মেইন পিলারের পাশ থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এই স্বর্ণচালানসহ তাকে আটক করে।  

আটক পাচারকারী শার্শার শিকারপুর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।

 

৪৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বাংলানিউজকে বলেন, আটক স্বর্ণসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এজেডএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।