[x]
[x]
ঢাকা, রবিবার, ৫ কার্তিক ১৪২৫, ২১ অক্টোবর ২০১৮
bangla news

রাস্তায় নেমেছে জাবালে নূর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৮-০৯ ২:০৩:১৩ পিএম
রাস্তায় নেমেছে জাবালে নূর পরিবহন। ছবি: বাংলানিউজ

রাস্তায় নেমেছে জাবালে নূর পরিবহন। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাস মালিক-শ্রমিকদের অঘোষিত ধর্মঘট শেষে চেনারূপে ফিরছে রাজধানী। লাইসেন্স ও ফিটনেসসনদ নিয়ে রাস্তায় নেমেছে বিভিন্ন গণপরিবহন। রাস্তায় নেমেছে ‘ঘাতক’ পরিবহন জাবালে নূরের বাসও। 

দুই বাসের রেষারেষিতে একটির চাপায় দুই কলেজশিক্ষার্থী মৃত্যুর ১২তম দিন বৃহস্পতিবার (৯ আগস্ট) সন্ধ্যায় মিরপুর-বাড্ডা রুটে চলাচলকারী জাবালের নূর পরিবহনের বাস কালশী মোড়ে যাত্রী নামাতে দেখা গেছে।

রংচটা বাসটির নামও খানিকটা উঠে গেছে। তবে পুরোপুরি অদৃশ্য নয়। অন্য সময় মোড়ে আগলে রেখে যাত্রী উঠা-নামা করলেও এদিন যাত্রী নামিয়ে দ্রুত চলে যেতে দেখা গেছে বাসটিকে।

বাসটির (ঢাকা মেটো ব ১১-৭৫৫৪ ) সহকারী বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর বৃহস্পতিবার-ই প্রথম রাস্তায় নেমেছে পরিবহনের বাস। সব মিয়ে পাঁচ-ছয়টি হবে বলে জানান তিনি। 

কালশী নতুন রাস্তা মোড়ে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল বিকাশ জাবালে নূর চলার কথা নিশ্চিত করে বলেন, আমিও দু'টি বাস দেখেছি।

অন্যদিকে রবিউল ইসলাম নামে এক পথচারী জানান, তিনি সন্ধ্যার পর তিনটি বাস দেখেছেন। এর আগে কয়দিন জাবালে নূর চলতে দেখেননি।

গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে একটির চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। আহত হন বেশ কয়েকজন। 

এর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে উত্তাল হয়ে ওঠে রাজপথ। ছাত্রদের আন্দোলনে স্থবির হয়ে পড়ে ঢাকাসহ সারাদেশ। এক পর্যায়ে ঘাতক বাস দু'টির রুট পারমিট বাতিল করে বিআরটিএ। চালক ও মালিককে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দেওয়া হয়েছে একাধিক মামলাও।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮ 
এসআই/এমএ 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db