ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গাংনী সীমান্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
গাংনী সীমান্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে মনিশা প্রমানিক (০৫) নামে একটি ভারতীয় শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ আগস্ট) বিকেল ৩টার দিকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। মনিশা প্রমানিক ভারতের নদীয়া জেলার মুরুঠিয়া থানার শান্তিপুর গ্রামের শ্রী সুবাহ প্রমানিকের মেয়ে।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, পুলিশ মনিশার মরদেহ উদ্ধারের পর ৪৭ বিজিবির কাজীপুর বিওপি ক্যাম্পের কাছে হস্তান্তর করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৬ এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে মনিশার মরদেহ ভারতের শিকারপুর বিএসএফ’র কোম্পানি কমান্ডার মুকেশ বাবুর কাছে হস্তান্তর করেন কাজীপুর বিওপি কমান্ডার সুবেদার আশরাফ আলী।

এসময় কুষ্টিয়ার এএসপি সার্কেল নুর উদ্দীন আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।