ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাহাজী শ্রমিক ফেডারেশনের নির্বাচন ৮ সেপ্টেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
জাহাজী শ্রমিক ফেডারেশনের নির্বাচন ৮ সেপ্টেম্বর

নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক নির্বাচন আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ৩ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের বরফকল খেয়াঘাট সংলগ্ন জাহাজী শ্রমিক ফেডারেশনের কালচারাল ট্রেনিং সেন্টারে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সভায় শ্রম অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হলেন মহানগর শ্রমিকলীগ ও তিতাস গ্যাস কেন্দ্রীয় সিবিএ’র সভাপতি কাজিমউদ্দিন প্রধান।

অপর দুই সদস্য হলেন জেলা শ্রমিকলীগের নারী বিষয়ক সম্পাদক হাসিনা রহমান শিমু ও খলিলুর রহমান।  

সভায় উপস্থিত ছিলেন ঢাকা শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মো. আলমগীর কুমকুম ও সহকারী পরিচালক ইয়াসমিন আক্তার।

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি ও জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহামুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট আহসানুল করিম চৌধুরী, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সরদার আলমগীর, কবির হোসেন, আক্তার হোসেন, নাননু মিয়া প্রমুখ।  

সভায় চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, পায়রা বন্দরসহ বিভিন্ন বন্দরের নেতারা উপস্থিত ছিলেন। তাছাড়া বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন, খাদ্যপণ্য নৌযান শ্রমজীবী সমবায় সমিতি, জলপরিবহন কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়ন, সি রিসোর্সেস জাহাজী শ্রমিক ইউনিয়নসহ জাহাজী শ্রমিক ফেডারেশনের অর্ন্তভুক্ত ১০টি ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।  

জানা যায়, চলতি সপ্তাহের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের পর তফসিল ঘোষণা হবে।  

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।