ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মাগুরায় আদিবাসী দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
মাগুরায় আদিবাসী দিবস পালিত আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে মাগুরায় র‌্যালি

মাগুরা: নানা আয়োজনের মধ্যে দিয়ে মাগুরায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। 

বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। পরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আদিবাসী সমন্বয় পরিষদের জেলা সভাপতি দীলিপ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাইফুজ্জামান শিখর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ভারতের বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যাপক ভূমিপুত্র বেদদ্যুতি বর্মণ।  

সভায় বিশেষ অতিথি ছিলেন- মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক কনক কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম ও সদর  উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।