ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

কাঠমাণ্ডুতে ৪র্থ বিমসটেক শীর্ষ সম্মেলন ৩০-৩১ আগস্ট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, আগস্ট ৯, ২০১৮
কাঠমাণ্ডুতে ৪র্থ বিমসটেক শীর্ষ সম্মেলন ৩০-৩১ আগস্ট

ঢাকা: বঙ্গোপসাগীয় আঞ্চলিক সহযোগিতা জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) চতুর্থ শীর্ষ সম্মেলন আগামী ৩০ ও ৩১ আগস্ট নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। 

সূত্র জানায়, বিমসটেক সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে  আগামী ১১ আগস্ট নেপালে সাত দেশের এই জোটের সিনিয়র কর্মকর্তারা বৈঠকে বসছেন। শীর্ষ সম্মেলন ৩০ আগস্ট শুরু হলেও সিনিয়র কর্মকর্তা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকগুলো শুরু হবে আগামী ২৮ আগস্ট।

ওই বৈঠকগুলোর সুপারিশগুলো নিয়ে বিমসটেক শীর্ষ নেতারা জোটের অগ্রগতি মূল্যায়ন ও নীতিনির্ধারণ করবেন।  

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি কাঠমাণ্ডুতে অনুষ্ঠেয় চতুর্থ বিমসটেক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। সম্প্রতি শেখ হাসিনাকে টেলিফোন করে কে পি শর্মা অলি এ আমন্ত্রণ জানান।  

বিমসটেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার যোগ দেওয়ার কথা রয়েছে।  

বিমসটেকের সদর দপ্তর ঢাকায় হলেও বর্তমানে এ সংস্থাটির  চেয়ারম্যানের দায়িত্বে আছে নেপাল। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক পরিবহন ও যোগাযোগ, সন্ত্রাস ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলা, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, জ্বালানি, জনস্বাস্থ্য, কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন, সাংস্কৃতিক সহযোগিতাসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।