ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি

বান্দরবান: বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (০৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পুরাতন রাজবাড়ি মাঠ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বান্দরবানের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অরুন সারকী টাউন হলে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদযাপন কমিটির সভাপতি জলিমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মো. হোসাইন কবির।  

এছাড়াও উপস্থিত ছিলেন- পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই চ প্রু মাস্টার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad