ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া ঘাটে ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
শিমুলিয়া ঘাটে ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ জব্দ হওয়া অবৈধ কারেন্ট জাল

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে দু’টি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পাঁচ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মাওয়া কোস্টগার্ড। 

বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালের দিকে জালগুলো জব্দ করা হয়।  

মাওয়া কন্টিজেন্ট কমান্ডার পেটি অফিসার সাইফুল্লাহ বাহার বাংলানিউজকে জানান, গোপন খবরের ভিত্তিতে শিমুলিয়া ঘাটে ফেরির অপেক্ষায় থাকা পটুয়াখালী জেলাগামী বেপারী পরিবহন ও সোহাগ পরিবহনের দু’টি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়।

এ সময় পাঁচ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে মালিক না পাওয়ায় কাউকে আটক করা যায়নি।  

জব্দ হওয়া জালের মুল্য নির্ধারণ এবং পুড়িয়ে ফেলার জন্য লৌহজং মৎস্য কার্যালয়কে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা,  আগস্ট ০৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।