বৃহস্পতিবার (০৯ আগস্ট) দুপুরে রাসিকের জনসংযোগ কর্মকর্তা খন্দকার মাহাবুবুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
খন্দকার মাহাবুবুর রহমান বলেন, বুধবার (০৮ আগস্ট) দুপুরে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিনের সভাপতিত্বে তার দফতর কক্ষে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সামাজিক বন্ধন অটুট রেখে ঈদ উদযাপনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে জন সচেতনার লক্ষ্যে নগরীতে মাইকিং, মসজিদে ঈমামদের মাধ্যমে মুসল্লিদের অবগতি, পত্রিকায় বিজ্ঞপ্তি, বাড়ি-বাড়ি লিফলেট বিতরণ, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিংয়ের লক্ষ্যে কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এসএস/ওএইচ/