ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চারঘাটে মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
চারঘাটে মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

রাজশাহী: রাজশাহীর চারঘাটে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় মানিক (৩০) নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ মানিককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ আগস্ট) ভোরে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, ভোরে উপজেলার মুক্তারপুর গ্রামের ধনিচা বিলের মধ্যে একদল মাদক বিক্রেতা অবস্থান নেয়। এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রেতাদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মানিককে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে চারঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।