ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে সাড়ে ৪ লাখ নাগরিক পাচ্ছেন স্মার্টকার্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
লক্ষ্মীপুরে সাড়ে ৪ লাখ নাগরিক পাচ্ছেন স্মার্টকার্ড স্মার্টকার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণের কাজ শুরু হয়েছে।

বুধবার (০৮ আগস্ট) সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহজাহান আলী প্রমুখ।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলায় ৪ লাখ ৬৭ হাজার ৫৭ জন নাগরিক আগামী ৯ ডিসেম্বরের মধ্যে স্মার্টকার্ড পাবেন। লক্ষ্মীপুর পৌরসভা ও সদরের ২১টি ইউনিয়নের ৩৪টি কেন্দ্রে এসব স্মার্টকার্ড বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এসআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।