ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
কিশোরগঞ্জে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ শুরু। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। 

বুধবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।  
  
উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়াসহ বিভিন্ন শ্রেনী-পেশার ১৪ জনকে স্মার্টকার্ড দেওয়া হয়।

ডিসি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মাসউদ, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ রশীদ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহিদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ আজিজুল হক, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মাসুদ আনোয়ার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আসাদ উল্লাহ প্রমুখ।  

বৃহস্পতিবার (৯ আগস্ট) থেকে শুরু হয়ে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম। কিশোরগঞ্জ পৌরসভা এলাকায় ৬৩ হাজার ৮৫৮টি এবং সদর উপজেলার ১১টি ইউনিয়নে ২ লাখ ১৬ হাজার ২৮৮টি স্মার্টকার্ড বিতরণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।