ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সিগঞ্জে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
মুন্সিগঞ্জে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন মুন্সিগঞ্জে স্মার্টকার্ড বিতরণ শুরু। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার থেকে বিতরণ শুরু হয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা পর্যন্ত এ বিতরণ চলবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) সায়লা ফারজানা, জেলা পুলিশ সুপার (এএসপি) জায়েদুল আলম, সভাপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌরসভার মেয়র শাহীদুল ইসলাম শাহিন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর প্রমুখ।

জেলা নির্বাচন কমিশনার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে ৩১ জনের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad