ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৪টি ‘কী গ্যান্ট্রি ক্রেন’ কিনছে চট্টগ্রাম বন্দর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
৪টি ‘কী গ্যান্ট্রি ক্রেন’ কিনছে চট্টগ্রাম বন্দর ফাইল ফটো

ঢাকা: কন্টেইনার জাহাজ থেকে দ্রুততার সঙ্গে কন্টেইনার লোডিং আনলোডিংয়ের জন্য চারটি ‘কী গ্যান্ট্রি  ক্রেন’ কিনছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চীনের সাংহাই জেনহুয়া হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসব ক্রেন সরবরাহ করবে। 

বুধবার (০৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে এ বিষয়ে কোম্পানিটির সঙ্গে একটি চুক্তি সই হয়েছে। চুক্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজ ও চীনের সাংহাই জেনহুয়া হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিউ কিং নিজ নিজ পক্ষে সই করেন।

এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং সচিব মো. আবদুস সামাদ উপস্থিত ছিলেন।  

সংশ্লিষ্টরা বলছেন, ৪০ টন ধারণ ক্ষমতার এ চারটি ক্রেন সংগ্রহে ব্যয় হবে ২৩৮ কোটি ৬১ লাখ ৫২ হাজার টাকা।  

নৌমন্ত্রী শাজাহান খান বলেন, চট্টগ্রাম বন্দর জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বন্দরের এ সাফল্য বর্তমান সরকারের অগ্রযাত্রারই প্রতিফলন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
আরএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad