ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
মাগুরায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন  জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরায় জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা জেলা প্রশাসক (ডিসি) আতিকুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান পৌর মেয়র, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, নারী নেত্রীসহ বিভিন্ন স্তরের ১৬ জন প্রতিনিধির হাতে আনুষ্ঠানিকভাবে স্মার্টকার্ড হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ডিসিসহ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালেক।

বৃহস্পতিবার (৯ আগস্ট) সদর উপজেলার আবালপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় সাতটি গ্রামের নাগরিকের হাতে স্মার্টকার্ড বিতরণের মাধ্যমে তিন মাসব্যাপী স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

জেলায় মোট ৬ লাখ ৮৫ হাজার ভোটার পর্যায়ক্রমে স্মার্টকার্ড পাবেন বলে জেলা নির্বাচন কার্যালয় থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ