ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদের জন্য মেরামত হচ্ছে ৭৫ কোচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
ঈদের জন্য মেরামত হচ্ছে ৭৫ কোচ মেরামত করা হচ্ছে ট্রেনের কোচ। ছবি: বাংলানিউজ

নীলফামারী: দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিশ্চিত করতে কোচ মেরামতের কাজ চলছে পুরোদমে। গেল বছর ৮৫টি কোচ মেরামত করা হলেও এবছর জনবল সংকটে কোরবানির ঈদের জন্য ৭৫টি কোচ মেরামত করা হচ্ছে। ফলে ঘরমুখী যাত্রীদের যাত্রা অনেকটা নিশ্চিত হবে। কারখানার শ্রমিক-কর্মচারীরা কোচগুলো মেরামতে ব্যস্ত সময় পার করছেন। 

সরেজমিনে দেখা যায়, কারখানার ক্যারেজ শপে (উপ-কারখানা) চলছে ভারী যন্ত্রাংশের মেরামত কাজ। কয়েকটি কোচের সুপার স্ট্রাকচার (অবকাঠামো) মেরামতের কাজ চলছিল।

কথা হয় ওই শপের কারিগর আব্দুল মান্নানের সঙ্গে।  

তিনি জানান, ঈদে ঘরমুখী যাত্রী পরিবহনে রেলওয়ের দায়িত্ব অনেকটা বেড়ে যায়। ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ সংযোজন ও বিশেষ ট্রেন চালুর জন্য কোচের প্রয়োজন দেখা দেয়। এ চাহিদা পূরণ হয় সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে। এবারও ঈদের জন্য ৭৫টি কোচ দেওয়া হচ্ছে।
 
ক্যারেজ শপের ইনচার্জ ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী দিলশাল করিম আবুহেনা বলেন, কারখানার ২৮টি শপেই লোকবল সংকট চলছে। ফলে অল্প সংখ্যক শ্রমিক-কর্মচারী দিয়ে চালাতে হচ্ছে বিশাল কর্মযজ্ঞ। আমাদের শ্রমিক-কর্মচারীরা কেউ বসে নেই। দিনের অতিরিক্ত সময় (ওভারটাইম) কাজ চলছে কারখানায়।  

সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপ, বগি শপ, পেইন্ট শপ, হেভি রিপেয়ারিং শপ সবখানে কর্ম ব্যস্ততা শ্রমিক-কর্মচারীদের। এর আগে ঈদুল ফিতরে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৮৫টি কোচ মেরামত করা হয়। এর বাইরেও রয়েছে দৈনন্দিন রুটিন মাফিক কাজ। লোকবল সংকটের কারণে কারখানার সবখানে কাজের চাপ বেড়েছে। অবিলম্বে লোকবল নিয়োগের দাবি জানান তিনি।  

মেরামত করা হচ্ছে ট্রেনের কোচ।  ছবি: বাংলানিউজরেলওয়ের একটি সূত্র জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় তিন হাজার ১৭১ জন শ্রমিকের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র এক হাজার ১৪১ জন। অল্প সংখ্যক লোক দিয়ে চলছে বেশি কাজ। তবুও ঈদের কোচ মেরামতে অনীহা নেই তাদের। মানুষ যাতে নির্বিঘেœ স্বজনদের সঙ্গে ঈদ করতে পারে তাই উৎসাহ নিয়ে কাজ করছেন তারা।  

পেইন্ট শপের ইনচার্জ আরিফুর রহমান বলেন, আমাদের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সে অনুযায়ী কাজ করছেন সবাই। ঈদের জন্য কোচ মেরামতে ব্যস্ত সময় অতিবাহিত করছি আমরা।
 
কারখানা সূত্রমতে, এবার ঈদ যাত্রায় রেলওয়ে কারখানায় ৭৫টি কোচ মেরামত হচ্ছে। এর মধ্যে ব্রডগেজ (বড়) লাইনের ৫৫টি ও মিটার গেজ  (ছোট) লাইনের জন্য ২০টি কোচ। আগামি ১৬ আগস্টের মধ্যে মেরামত হওয়া কোচগুলো রেলওয়ের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।
এ নিয়ে কথা হয় সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত-ই খুদার সঙ্গে। তিনি কারখানায় লোকবল সংকটের কথা স্বীকার করে বলেন, এই মুহূর্তে যাত্রী সেবাই মুখ্য। ফলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কোচগুলো মেরামতের কাজ চলছে। জনবল সংকটে এসব কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।