ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরের পল্লীতে ২০ ঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
সৈয়দপুরের পল্লীতে ২০ ঘর পুড়ে ছাই অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়ি-ঘর। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের পল্লীতে অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় নগদ টাকা, আসবাবপত্র, ধান, চাল, গবাদি পশুসহ ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বাংলানিউজকে জানান, উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর সুতারপাড়ায় গোয়াল ঘরে লাগানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রæত সে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।

এতে ১০টি পরিবারের ২০টি কাঁচা ও টিনের ঘর পুড়ে যায়।  

খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।  
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ জানান, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে তিন হাজার টাকা, শাড়ি, লুঙ্গি, শুকনো খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।  

সৈয়দপুর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরিবারের সদস্যরা আগুন থেকে কোনো কিছু বাঁচাতে পারেননি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপনে দমকল বাহিনী কাজ করছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ