ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালে ৯শ কার্টন সিগারেট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
শাহজালালে ৯শ কার্টন সিগারেট জব্দ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯শ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতর ও কাস্টম হাউসের একটি বিশেষ টিম।

মঙ্গলবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় দুবাই থেকে ফ্লাইটে করে আসা নিষিদ্ধ ৯শ কার্টন (১ লাখ ৮০ হাজার পিস) সিগারেট জব্দ করা হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক সহিদুল ইসলাম।

তিনি জানান, রাত সাড়ে ৯টায় বিমানবন্দরের কার্গোতে মালিকহীন অবস্থায় ১৮টি বড় কার্টন খুলে ইএসএসই ব্রান্ডের ৯শ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট পায় বিশেষ ওই টিম। জব্দ হওয়া পণ্যের শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এমএফআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ