ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ছুরিকাঘাতে আহত দর্জির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
ময়মনসিংহে ছুরিকাঘাতে আহত দর্জির মৃত্যু

ময়মনসিংহ: সিগারেট কেনার টাকা দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জের ধরে ময়মনসিংহে ছুরিকাঘাতে আহত চাঁন মিয়া (২৮) মারা গেছেন। চাঁন মিয়া পেশায় একজন দর্জি ছিলেন।

মঙ্গলবার (০৭ আগস্ট)  সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি মৃত্যু হয়। এ ঘটনায় সজল নামে অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার (০৬ আগস্ট)  রাতে শহরের গাঙ্গিনারপাড় এলাকায় একটি দোকানে সজল সিগারেট কেনেন। আর দোকানিকে ১০ টাকা দিতে চাঁন মিয়াকে বলেন তিনি।

কিন্তু চাঁন মিয়া টাকা দিতে অস্বীকার করায় ক্ষুব্ধ হয়ে সজল তার পেটে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় আমঙ্কাজনক অবস্থায় রাতেই গুরুতর আগত চাঁন মিয়াকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।  

সেখানে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন চাঁন মিয়ার মৃত্যু হয় বলে জানান ওসি মাহমুদুল।  

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
এমএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।