ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নড়িয়ায় পদ্মার ভাঙনে নিখোঁজ ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
নড়িয়ায় পদ্মার ভাঙনে নিখোঁজ ১০

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মার ভাঙনে কমপক্ষে ১০ জন নদীগর্ভে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

মঙ্গলবার (৭ আগস্ট) দুপুর ২টার সময় উপজেলার সাধুরবাজারের তিনটি দোকানঘরসহ বিস্তীর্ণ এলাকা হঠাৎ করে নদীগর্ভে চলে যায়। এ ঘটনায় ২০-২৫ জন নদীতে তলিয়ে যায়।

এদের মধ্যে কিছু লোক পাড়ে উঠতে সক্ষম হয় এবং কিছু লোককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও কমপক্ষে ১০ জন নিখোঁজ রয়েছেন।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন (ইউএনও) বাংলানিউজকে জানান, স্থানীয়রা বলছেন ১০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।