ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী রুটে তলা ফেটে মাঝ পদ্মায় ফেরি আটকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
কাঁঠালবাড়ী রুটে তলা ফেটে মাঝ পদ্মায় ফেরি আটকা নিরাপদে সরিয়ে নিয়ে ফেরিটি মেরামত করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী যাওয়ার পথে ২০টি যানবাহন ও বেশ কয়েকজন যাত্রী নিয়ে তলা ফেটে রানীক্ষেত নামে একটি ডাম্প ফেরি পদ্মায় আটকা পড়েছে। 

মঙ্গলবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ডুবোচরে ধাক্কা লেগে ফেরিটির তলা ফেটে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, শিমুলিয়া আসার পথে লৌহজং টার্নিং পয়েন্টের বিকল্প চ্যানেল দিয়ে রানীক্ষেত ফেরিটি কাঁঠালবাড়ী ঘাটে আসছিল। পথে চ্যানেল অতিক্রমের সময় ডুবোচরে ধাক্কা লেগে ফেরিটির তলা ফেটে যায়। ফেরিটি মেরামত করে উদ্ধার করার কাজ চলছে।

বিআইডব্লিউটিসি মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক শাজাহান মিয়াসহ বিআইডব্লিউটিসির একটি দল পাম্প  নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। ফেরিতে পানি উঠছে। সেজন্য পাম্প দিয়ে পানি অপসারণ করা হচ্ছে। আপাতত বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা নেই। এরই মধ্যে ফেরিটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।