ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে নারীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে নারীর আত্মহত্যা

রাঙামাটি: ঋণের টাকা পরিশোধ করতে না পেরে রাঙামাটির কাউখালী উপজেলায় আতুয়া মারমা (৩৩) নামে এক নারী আত্মহত্যা করেছেন। 

সোমবার (০৬ আগস্ট) দুপুরে কাউখালী থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বেতবুনিয়া মডেল ইউনিয়নের ডাক্তারছোলা গ্রামের বাসিন্দা থোয়াই প্রু মারমার মেয়ে আতুয়া বেশ কিছু এনজিও থেকে ঋণ নেন।

আর এসব ঋণের টাকা পরিশোধ নিয়ে পারিবারিক দ্বন্দ্ব দেখা দেয়। রোববার (০৫ আগস্ট) গভীর রাতে আতুয়া নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বাংলানিউজকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।