ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লামায় নৌকা ডুবে নিখোঁজ ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
লামায় নৌকা ডুবে নিখোঁজ ২ ব্যক্তির মরদেহ উদ্ধার মাতামুহুরী নদীতে মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। ছবি: বাংলানিউজ

বান্দরবান: বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে নৌকা ডুবে নিখোঁজের দু’দিন পর তিন ব্যক্তির মধ্যে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।
 

সোমবার (৬ আগস্ট) দুপুরে মাতামুহুরী নদীর পোপা খালের মোহনা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।  

এর আগে শনিবার (৪ আগস্ট) নৌপথে লামা বাজার থেকে তাউপাড়া যাওয়ার পথে মাতামুহুরী নদীর লামা খাল ও পোপা খালের মোহনায় তীব্র স্রোতে ১৭ জন যাত্রী নিয়ে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা উল্টে পানিতে তলিয়ে যায়।

এ সময় সেখানে তিন ব্যক্তি নিখোঁজ হন।  

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- লামা সদর ইউনিয়নের তাউপাড়াv লুলেক ম্রো (৫৫) ও মেন প্রে ম্রো ( ৩৫)। তবে রেংসাং ম্রো (৪০) নামে একজনের সন্ধান মেলেনি।  

স্থানীয়রা জানান, নিখোজের দু’দিন পর সোমবার দুপুরে উদ্ধার অভিযান চলাকালে মাতামুহুরী নদীর পোপা খালের মোহনায় দু’টি মরদেহ ভাসতে দেখতে পান দমকল বাহিনীর সদস্যরা। এ সময় চট্টগ্রাম থেকে আগত ডুবুরিরা মরদেহ দু’টি উদ্ধার করে। নিখোঁজ অপর ব্যক্তির সন্ধানে এখনও অভিযান চলছে বলে জানান স্থানীয়রা।  

লামা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া বাংলানিউজকে জানান, নিখোঁজ অপর ব্যক্তির মরদেহ উদ্ধারে চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।