ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে দূরপাল্লার বাস চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৮, আগস্ট ৬, ২০১৮
কিশোরগঞ্জে দূরপাল্লার বাস চলাচল শুরু

কিশোরগঞ্জ: অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় কিশোরগঞ্জে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে।

সোমবার (৬ আগস্ট) সকাল থেকে কিশোরগঞ্জ শহরের গাইটাল বাস টার্মিনাল ও বত্রিশ বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়। বাস টার্মিনাল ও বাস স্ট্যান্ডে দূরপাল্লার বাস কাউন্টার খোলা রয়েছে।


 
উজান ভাটি পরিবহন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি মো. হেলাল উদ্দিন মানিক বাংলানিউজকে বলেন, সকাল আমাদের পরিবহনগুলো রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আশা করা যাচ্ছে যাত্রীরা নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই ময়মনসিংহসহ ভৈরব রুটে বাস চলাচল শুরু করেছে। এছাড়াও স্থানীয় রুটগুলোতে বাস চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।