সোমবার (৬ আগস্ট) সকাল থেকে কিশোরগঞ্জ শহরের গাইটাল বাস টার্মিনাল ও বত্রিশ বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়। বাস টার্মিনাল ও বাস স্ট্যান্ডে দূরপাল্লার বাস কাউন্টার খোলা রয়েছে।
উজান ভাটি পরিবহন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি মো. হেলাল উদ্দিন মানিক বাংলানিউজকে বলেন, সকাল আমাদের পরিবহনগুলো রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আশা করা যাচ্ছে যাত্রীরা নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই ময়মনসিংহসহ ভৈরব রুটে বাস চলাচল শুরু করেছে। এছাড়াও স্থানীয় রুটগুলোতে বাস চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এসআরএস