ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘট অব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘট অব্যাহত বাস ধর্মঘট অব্যাহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচলে ঝিনাইদহে বাধা দেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। 

গত বৃহস্পতিবার (২ আগস্ট) থেকে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয় চুয়াডাঙ্গা জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার পঞ্চম দিনের মতো এ ধর্মঘট চলছে।

 

টানা পাঁচদিন দূরপাল্লাসহ জেলার অভ্যন্তরীণ রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। প্রয়োজনীয় কাজে গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা।  

জেলা শ্রমিক নেতা রিপন মণ্ডল বাংলানিউজকে জানান, সম্প্রতি ঝিনাইদহ বাস মিনিবাস মালিক সমিতির নেতাকর্মীরা চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া বাস চলাচলে বাধা দিয়ে আসছে। এরই প্রতিবাদে তাদের এ ধর্মঘট। যতক্ষণ পর্যন্ত তাদের এ সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তারা এ ধর্মঘট চালিয়ে যাবেন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।