ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংবাদিক নির্যাতন বন্ধে আইন পাস হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
সাংবাদিক নির্যাতন বন্ধে আইন পাস হয়েছে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

মাদারীপুর: সাংবাদিক নির্যাতন বন্ধ ও পেশাগত কাজে নিরাপত্তায় আইন পাস হয়েছে। ১৫ দিনের মধ্যে আইনটি কার্যকর হবে বলে জানিয়েছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ।

রোববার (০৫ আগস্ট) দুপুরে মাদারীপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা জানান।

মমতাজ উদ্দিন আহমেদ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় সাংবাদিকরা হয়রানি ও নির্যাতনের শিকার হয়।

এজন্য রেজুলেশনের মাধ্যমে এ আইন করা হয়েছে। মার্চের ২৮ তারিখে এই আইন পাস হয়।

তিনি আরো বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা কোনো মামলার তদন্ত করে চূড়ান্ত রিপোর্ট দেয় প্রেস কাউন্সিল। যা মামলায় বড় ধরনের সাপোর্ট দেবে। ফেসবুক থেকে কোনো তথ্য নিয়ে সংবাদ পরিবেশন না করার জন্যও সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানান।  

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, জেলার ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মনিরুল ইসলাম, মাদারীপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহজাহান খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad