ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গোপসাগরে ট্রলারে গণডাকাতি, ২৫ জেলে অপহৃত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
বঙ্গোপসাগরে ট্রলারে গণডাকাতি, ২৫ জেলে অপহৃত

পাথরঘাটা (বরগুনা): গভীর সমুদ্রে মাছ ধরা ট্রলারে গণডাকাতি হয়েছে। এসময় মুক্তিপণের দাবিতে ২৫ জেলেকে অপহরণ করেছে সশস্ত্র জলদস্যু বাহিনী।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিজকে এ তথ্য জানিয়েছেন।  

অপহৃত জেলেদের মধ্যে জালাল মিয়া, রুস্তুম আলী, শুক্কুর মিয়া,  রফিকুল, সুমন ও জামাল মাঝির নাম জানা গেছে।

মোস্তফা চৌধুরী জানান, বঙ্গোপসাগরের মেহের আলী ও দুবলারচর এলাকায় রোববার (৫ আগস্ট) সকালে জেলে বহরে হামলা চালায় সুন্দরবনের 'গরিবের বন্ধু ছত্তার ভাই' বাহিনী। এসময় মুক্তিপণের দাবিতে অন্তত ২৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। তবে, দস্যুরা মুক্তিপণের পরিমাণ জানায়নি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ