ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

আন্দোলন দমন বেআইনি: ড. কামাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, আগস্ট ৪, ২০১৮
আন্দোলন দমন বেআইনি: ড. কামাল বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন (ফাইল ফটো)।

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়েছেন গণফোরামের সভাপতি বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে বাংলাদেশ জেগেছে। ছাত্রলীগ-যুবলীগকে সঙ্গে নিয়ে পুলিশ সে ছাত্র আন্দোলন দমন করতে চায়।

যা সম্পূর্ণ বেআইনি বলে উল্লেখ করেন সংবিধান প্রণেতা কামাল হোসেন।

শনিবার (০৪ আগস্ট) বিকেলে নগরীর গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাজনীতিবিদ ড. কামাল হোসেন বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নাম ব্যবহার করলেও আচরণ করছে স্বৈরাচারী সরকারের মতো। এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচন কমিশন ‘সাক্ষী গোপাল’। কেননা স্থানীয় নির্বাচনে যা হয়েছে, তা গভীর উদ্বেগের।

সংবাদ সম্মেলনে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
এমআইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।