ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

রোববার খাগড়াছড়ি উপকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
রোববার খাগড়াছড়ি উপকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খাগড়াছড়ি ১৩২-৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি ১৩২-৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (০৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি উপকেন্দ্রটির উদ্বোধন করবেন বলে জানা যায়।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সরাসরি দেখানো হবে।

এতে খাগড়াছড়ির সংসদ সদস্যসহ সরকারি, বেসরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাশেদুল ইসলাম।

বাংলানিউজকে তিনি বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে রোববার প্রধানমন্ত্রী গ্রিড উপকেন্দ্রটি উদ্বোধন করবেন। এই লক্ষ্যে ইতোমধ্যে আমরা প্রস্তুতি শেষ করেছি।

২০১৬ সালের শুরুর দিকে জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র্রটির কাজ শুরু হয়। রাঙ্গামাটির কাপ্তাই চন্দ্রঘোনা থেকে দীর্ঘ ৮০ কিলোমিটার সঞ্চালন লাইনটি রাঙ্গামাটি হয়ে খাগড়াছড়ি পর্যন্ত যায়।
 
জেলা শহরের অদূরে ঠাকুরছড়া এলাকায় ৬ দশমিক ১০ একর জায়গার ওপর উপকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩৯৬ কোটি টাকা। পরে চলতি বছরের ১৩ এপ্রিল থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

৮০’র দশকে অনেকটা দায়সারাভাবে চট্টগ্রামের হাটহাজারী থেকে টানানো লাইন দিয়েই চলছে খাগড়াছড়ির নয় উপজেলা ছাড়াও পাশের জেলা রাঙ্গামাটির নানিয়ারচর, বাঘাইছড়ি ও লংগদু উপজেলা। এখন দীর্ঘ ৩৭টি বছর বিদ্যুতের চরম ভোগান্তি থেকে মুক্তি পেলো খাগড়াছড়ি ও রাঙ্গামাটির ১২টি উপজেলার মানুষ।
 
এর আগে ২০১৩ সালে খাগড়াছড়ি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে গ্রিড উপকেন্দ্রটির নির্মাণ কাজের উদ্বোধন করেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
এডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।