ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শাহজালালে আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
শাহজালালে আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ 

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিয়ন্ত্রিত ও আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শনিবার (৪ আগস্ট) এ ওষুধ জব্দ করা হয়। শুল্ক গোযেন্দা অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা জানতে পারে, গত ১৬ জুলাই দুবাই থেকে ছেড়ে আসা এসভি৮০২ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটের মাধ্যমে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত ও আমদানি নিষিদ্ধ ওষুধ এসেছে এবং তা বিমানবন্দরের মধ্যে লুকানো আছে। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা দল শনিবার জানতে পারে ওষুধগুলো বিমানবন্দরের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় রয়েছে। এরপর শুল্ক গোয়েন্দা দল ওই শাখায় তল্লাশি চালিয়ে মোট ১৫ ধরনের ওষুধ জব্দ করে।

পণ্যের শুল্ককরসহ জব্দ করা পণ্যের মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
এমএফআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।