ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে লাঠি হাতে যানবাহন চলাচল আটকাচ্ছে শ্রমিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৮
সিলেটে লাঠি হাতে যানবাহন চলাচল আটকাচ্ছে শ্রমিকরা লাঠি হাতে রাস্তায় অবস্থান নিতে দেখা যায় শ্রমিকদের। ছবি: আবু বকর

সিলেট: শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে নিরাপত্তার অজুহাতে সিলেট থেকে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

শুক্রবার (৩ আগস্ট) জেলার আঞ্চলিক সড়কগুলোতে স্থানীয়ভাবে চলাচল করা যানবাহনও চলতে দিচ্ছেন না শ্রমিকরা। লাঠি হাতে রাস্তায় অবস্থান নিতে দেখা যায় তাদের।

ফলে সিলেট থেকে ঢাকাসহ বিভিন্ন রুটের দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যাচ্ছে না, আসছেও না।

বাস মালিক শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, যাত্রী, গাড়ি ও চালকের নিরাপত্তার কারণে সিলেট থেকে আন্ত:জেলা ও আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে শুক্রবার সকাল থেকে সিলেটে কোনো প্রকার গণপরিবহণ চলাচল করতে দেওয়া হচ্ছে না।

এদিকে স্বল্প পরিসরে চলাচল করা যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন পরিবহন শ্রমিকরা। এতে যাত্রী ভোগান্তি চরম আকার ধারণ করেছে। নগরের প্রবেশদ্বার ও কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করে বেশিরভাগ সড়কে শ্রমিকদের লাঠি হাতে দাঁড়িয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করতে দেখা যায়।  
লাঠি হাতে রাস্তায় অবস্থান নিতে দেখা যায় শ্রমিকদের।  ছবি: আবু বকর
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকার ও প্রশাসন চালকদের এবং গাড়ির নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় যানবাহন বের করা হচ্ছে না।  

তিনি বলেন, এটা ধর্মঘট না। স্রেফ বেআইনিভাবে গাড়ি ভাংচুরের প্রতিবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা অন্যায়ভাবে তাদের মারধর করায় সিলেটের চালকরা রাস্তায় নেমেছেন। অবিলম্বে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরাতে হবে এবং ক্ষতিগ্রস্ত যানবাহনের ক্ষতিপূরণ দিতে হবে।  

এদিকে সিলেট থেকে হঠাত করে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
এনইউ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।