ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাসশূন্য মিরপুর

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৮
বাসশূন্য মিরপুর বাসশূন্য মিরপুরের সড়ক/ছবি: বাংলানিউজ

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের পঞ্চম দিনে শ্রমিকরা পরিবহন ধর্মঘট শুরু করায় বাসশূন্য রাজধানী। নগরী এখন প্রাইভেটকার, পিকআপ, সিএনজি অটোরিকশা ও রিকশার দখলে। আর সুযোগ বুঝে দুর্ভোগে পড়া মানুষের কাছ থেকে বেশি ভাড়া আবদার করছেন সিএনজি ও রিকশা চালকেরা।

শুক্রবার (৩ আগস্ট) কুড়িগ্রাম থেকে গাবতলী পৌঁছেছেন আনারুল ইসলাম ও শহিদ বেপারি। সঙ্গে স্ত্রী ও সন্তান।

গাবতলী থেকে হেঁটে মিরপুর-১০ নম্বর ফায়ার সার্ভিসের কাছে এসে সবাই বিশ্রাম নিচ্ছেন। সবার গন্ত্যস্থল মিরপুর-১৪ নম্বর।

আনারুল ইসলাম বলেন, গাবতলী থেকে মিরপুর-১৪ নম্বর সিএনজি ভাড়া চায় ৬০০ টাকা। এই পথে বাসে ১৫ টাকা ভাড়া। সকাল থেকে বাস দেখিনি।  

সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর-১০, মিরপুর-১, কালশী, পূরবীসহ মিরপুরের এলাকায় কোনো বাসের দেখা মেলেনি।

মিরপুর-১ নম্বরে কথা হয় সাইদুল হকের সঙ্গে। তিনি কাজীপাড়া থেকে এখানে হেঁটে এসেছেন।

হাসির ছলে সাইদুল বলেন, কয়েকদিন ভালোই উপভোগ করছি। ভালোই হাঁটছি। দেহ থেকে ডায়বেটিস বিতাড়িত হয়েছে। বাচ্চাদের দাবি পূরণ হোক।

বাস না থাকায় রিকশা ভাড়াও অতিরিক্ত হাঁকা হচ্ছে। যেমন মিরপুর-১০ থেকে চিড়িয়াখানার ভাড়া সর্বোচ্চ ৫০ টাকা। অথচ এই পথে ১০০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

অতিরিক্ত ভাড়া থেকে বাঁচতে মিরপুরে হাজারো পথচারীকে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।