ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিরাপত্তার অজুহাতে এবার ঢাকার রাস্তায় পরিবহন শ্রমিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৮
নিরাপত্তার অজুহাতে এবার ঢাকার রাস্তায় পরিবহন শ্রমিকরা সায়েদাবাদে গাড়ি বন্ধ রেখে শ্রমিকরা রাস্তায় অবস্থান করছে। ছবি: বাংলানিউজ

ঢাকা: নিরাপত্তার অজুহাত দেখিয়ে রাজধানীর সায়েদাবাদে এবার গাড়ি চালানো বন্ধ রেখে রাস্তায় অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। মিরপুরেও শ্রমিকরা অবস্থান নিচ্ছে বলে জানা যায়।

শুক্রবার (৩ আগস্ট) সকাল থেকেই তারা রাস্তায় অবস্থান নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সায়েদাবাদ টার্মিনালের বাস মালিক সমিতির এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, আমরা গাড়ি চালানোর জন্য শ্রমিকদের নির্দেশ দিয়েছি।

কিন্তু তাদের নিরাপত্তার জন্য গাড়ি রাস্তায় নামাচ্ছেন না শ্রমিকরা। তাদের দাবি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারপরে তারা রাস্তায় গাড়ি চালাবেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজকে বলেন, পরিবহন শ্রমিকরা গাড়ি চালাবেন না। তাই সকাল থেকে তারা সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় রাস্তায় অবস্থান করছেন।

** সায়েদাবাদে গাড়ি বন্ধ রেখে রাস্তায় পরিবহন শ্রমিকরা

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
এজেডএস/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।