ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সায়েদাবাদে গাড়ি বন্ধ রেখে রাস্তায় পরিবহন শ্রমিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৮
সায়েদাবাদে গাড়ি বন্ধ রেখে রাস্তায় পরিবহন শ্রমিকরা সায়েদাবাদে গাড়ি বন্ধ রেখে শ্রমিকরা রাস্তায় অবস্থান করছে। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর সায়েদাবাদে গাড়ি চালানো বন্ধ রেখে রাস্তায় অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা।

শুক্রবার (৩ আগস্ট) সকাল থেকেই তারা রাস্তায় অবস্থান নেন।

সায়েদাবাদে গাড়ি বন্ধ রেখে শ্রমিকরা রাস্তায় অবস্থান করছে।                     <div class=

ছবি: বাংলানিউজ" src="https://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/Saydabad-Inn20180803114151.jpg" style="width:100%" />যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজকে বলেন, পরিবহন শ্রমিকরা গাড়ি চালাবেন না। তাই সকাল থেকে তারা সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় রাস্তায় অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।