ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়া থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
বগুড়া থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ

বগুড়া: বগুড়া থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার (২ আগস্ট) বিকেল থেকে ওই রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বগুড়া মোটর মালিক গ্রুপের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, স্কুল শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বাস চলাচল বন্ধ করে দিয়েছে চালকরা। তাদের বাস চলাচলের জন্য বলা হলেও তারা বাস চালাচ্ছে না।

সংশ্লিষ্টরা জানান, বিকেল থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের সব বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বাস চালকরা ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে চাইছে না। শুধু চালকরা নয়, যাত্রীরাও নিরাপদ থাকছে না। এ কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।  

এর আগে দুপুরের পর থেকে মহাখালী রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। তবে সীমিত আকারে গাবতলী রুটে বাস চলাচল করেছে। বিকেল থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এমবিএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।