ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
নরসিংদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ  নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের। ছবি: বাংলানিউজ

নরসিংদী: রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে নরসিংদীতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ের প্রথম ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘গত কিছুদিন ধরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩৩ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।

শিক্ষার্থীদের এ অকাল মৃত্যুর দায় সরকারকেই নিতে হবে। ’ এ সময় তারা নৌপরিবহন মন্ত্রীর পদত্যাগ ও ঘাতক বাস চালকের বিচারের দাবিসহ নয় দফা দাবি জানায়।

অবিলম্বে নিরাপদ সড়কের ব্যবস্থা না করা হলে, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা গাড়ি ভাঙচুর করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে বিপাকে পড়ে সাধারণ যাত্রীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।