ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে দূরপাল্লার বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
মাদারীপুরে দূরপাল্লার বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা দূরপাল্লার বাস বন্ধ। ছবি/ফাইল ফটো

মাদারীপুর: ঢাকায় পরিবহন ভাঙচুরের অভিযোগে মাদারীপুরে বৃহস্পতিবার (০২ আগস্ট) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক-শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। তবে অভ্যন্তরীণ রুটে পরিবহন চলাচল করছে।

পরিবহন মালিক-শ্রমিকদের দাবি, ঢাকায় বিভিন্ন পরিবহন ভাঙচুর করছে শিক্ষার্থীরা। এতে শ্রমিক ও মালিকদের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে।

এ কারণে মাদারীপুর থেকে ছেড়ে যাওয়া সব ধরনের দূরপাল্লার পরিবহন বন্ধ রাখা হয়েছে।  

এদিকে, কোনো পূর্ব ঘোষণা ছাড়া দূরপাল্লার পরিবহন বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। যাত্রীরা জানান, পূর্ব ঘোষণা ছাড়া পরিবহন মালিক-শ্রমিকদের খামখেয়ালির রোষানলে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে ঢাকাসহ অন্য কোথাও যাতায়াত করা যাচ্ছে না।

ঢাকাগামী সার্বিক পরিবহনের ম্যানেজর মোসলেহ উদ্দীন বাংলানিউজকে জানান, ঢাকায় বিভিন্ন পরিবহনে ভাঙচুর করা হয়েছে। আমরা নিরাপত্তার স্বার্থে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছি।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad