ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিরাপদ সড়কের দাবিতে মাগুরায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
নিরাপদ সড়কের দাবিতে মাগুরায় শিক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষাথীদের বিক্ষোভ-মিছিল। ছবি: বাংলানিউজ

মাগুরা: রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মাগুরায় বিক্ষোভ-মিছিল করেছে শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষাথীরা।

বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুর ১২টায় শহরের চৌরঙ্গী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে সড়কে অবস্থান নিয়ে অভিযুক্ত বাস চালকের ফাঁসি ও নৌপরিবহন মন্ত্রীর পদত্যাগের দাবিসহ বিভিন্ন স্লোগান দেয় তারা।

 

এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়কে শহরের ভায়না মোড়ে দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধার মুখে শিক্ষার্থীরা ফিরে এলে আবারও সরকারি কলেজের সামনে অবস্থান নেয়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।