ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নিরাপদ সড়কের দাবিতে গোপালগঞ্জে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
নিরাপদ সড়কের দাবিতে গোপালগঞ্জে সড়ক অবরোধ নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: নিরাপদ সড়কের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় তারা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন ও স্লোগান দেয়।

পরে শিক্ষার্থীরা ওই স্থানে সড়কের ওপর বসে পড়ে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে রাখে। এ সময় ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে সড়কের উভয় পাশে আটকা পড়ে শতশত যানবাহন।

দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়কের ওপর থেকে উঠিয়ে দিলে ওই সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।